অপারেশন ডেভিল হান্টে ধামরাইয়ে গ্রেফতার ৮
ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্টে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুশুরা কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করীম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম ইকবাল, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন ও আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক।