• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

‘যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে’

ডেস্ক রিপোর্ট / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
‘যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে’
‘যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব, এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুই দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে এ কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। সেশনটি পরিচালনা করেন সিএনএন’র সাংবাদিক বেকি অ্যান্ডারসন।

বাংলাদেশের অর্থনীতি, সমাজ, প্রশাসনসহ সবকিছু ভেঙে পড়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন। যেমন- ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল, ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ।


More News Of This Category
bdit.com.bd