নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘অনেকে এখন বলছেন সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। নির্বাচন নিজেই একটা সংস্কার। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। নির্বাচনের জন্য সংস্কার লাগবে, আবার সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে। দুটির মধ্যে কোনো বিরোধ নেই। যাঁরা সংস্কার বোঝেন না, তাঁরাই এ কথা বলেন।’
আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণসংলাপে’ তিনি এসব কথা বলেন। উপজেলার ফরদাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলন এই সংলাপের আয়োজন করে
অনুষ্ঠানে জোনায়েদ সাকি বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া সংস্কার করা যায় না। নির্বাচনের আগে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যে আইনি সংস্কার দরকার, সেটা নির্বাচনের আগে করতে হবে। আর সংবিধান সংস্কার নির্বাচনের পরে হবে। এ বিষয়ে ঐকমত্য তৈরি করে যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।’