যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ‘ব্রোমান্স’ (বন্ধুত্ব) পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন মোদি। ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় বৃহস্পতিবার দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় ট্রাম্পের শুল্ক ও অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে আলোচনা এড়ানোর চেষ্টা থাকবে।
ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর একাধিক বিশ্বনেতা ওভাল অফিসে তাঁর সঙ্গে বৈঠক করতে গেছেন। এ তালিকায় সর্বশেষ নাম মোদির। ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর সঙ্গে মোদির বন্ধুত্বের সম্পর্ক ছিল।