যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার দেশে ফিরবেন।
শনিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়ট নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাওয়া বিএনপি প্রতিনিধি দলের সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার সন্ধ্যা ৫ টায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এবং নৈশ ভোজের আয়োজন করেন।
এর আগে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অংশ নেওয়ার জন্য গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওয়ানা করেন তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে তারেক রহমানের প্রতিনিধিত্ব করেন তাঁর মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।