কক্সবাজারের উখিয়া-টেকনাফে থাকা রোহিঙ্গাদের মাঝ থেকে প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার জনকে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার জান্তা সরকার।
দেশটির এই ঘোষণার পর আশ্রিত রোহিঙ্গাদের মাঝে মাতৃভূমিতে ফেরার আশা জাগলেও তারা আবার শঙ্কিত হয়ে পড়েছেন। তাদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা গেলেও কিভাবে মাতৃভূমিতে ফিরবেন, ফিরতে পারলেও তারা কোথায় ফিরবেন তা নিয়ে শঙ্কা রয়েছে।
রোহিঙ্গাদের মতে, মিয়ানমার সরকার তাদের ফেরত নেয়ার কথা বললেও আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে। সেখানে রোহিঙ্গাদের কিভাবে ফিরিয়ে নেয়া হবে! তবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের দেশে ফেরানোর ক্ষেত্রে জটিল সমীকরণ দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা কলিম উল্লাহ বলেন, দীর্ঘদিন পর এমন একটা খুশির খবর পেলাম। আমরা দ্রুত আরাকানে ফিরে যেতে চাই।
তার মতে, আরাকান আমাদের দেশ। আমাদের চিরস্থায়ী বসবাস সেখানে। আমরা সম্মানজনক ভাবে ফিরতে চাই।