• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

মিরপুরে যুবলীগ নেতা নিখিলের সহযোগী রিপন গ্রেপ্তার

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

রিপন আহম্মেদ (রিংকু) নামের এই যুবককে গতকাল সোমবার বিকেলে মিরপুর ২ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে

রিপন আহম্মেদ (রিংকু) নামের এই যুবককে গতকাল সোমবার বিকেলে মিরপুর ২ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছেছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে রিপন আহম্মেদ রিংকু (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরপুর ২ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রিপন আহম্মেদ ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সহযোগী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী।

রিপন আহম্মেদ ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সঙ্গে থাকতেন

রিপন আহম্মেদ ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সঙ্গে থাকতেনছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপন আহম্মেদ মিরপুর এলাকার কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রণকারী। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাঁর প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে


More News Of This Category
bdit.com.bd