নতুন বছর, নতুন বাংলাদেশ থিমে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে আয়োজন হলো লেজার শো। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর মানিক মিয়া অ্যাভিনিউর আকাশে দেখা গেল আলোর খেলা।
সংসদ ভবনের আকাশ জুড়ে দুই হাত প্রসারিত করে দেন জুলাই শহীদ আবু সাঈদ, দেখা যায় পানি হাতে মুগ্ধকে।
২৬শ’ ড্রোন ব্যবহার করে ১২টি মোটিফ ফুটিয়ে তোলা হয়। ১৪ মিনিটের প্রদর্শনীর মূল বিষয় ছিল মুক্তির আনন্দ, আবু সাঈদের অকুতোভয় আত্মাহুতি, নারী জাগরণ, দেশিয় সংস্কৃতি ও জনগণের সংহতি এবং চীন-বাংলাদেশ মৈত্রী।
এতে একটি ছবিতে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে প্যালেস্টাইনের মুক্তিসংগ্রামের প্রতি সংহতিও জানানো হয়েছে।
ড্রোন শো পরিচালনায় ৬ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে। ড্রোন শো পরিচালনা করেন চীনের ১৩ জন বিশেষজ্ঞ।