• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের

ডেস্ক রিপোর্ট / ৭ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের লোহাগড়ায় রিলাক্স পরিবহন-মাইক্রোবাস বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাচঁ জন। ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের ৭ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন মারা যান বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৭ জন পুরুষ। হতাহতের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে সবাই কুষ্টিয়ার বলে জানা গেছে।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ার বন রেন্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।

স্থানীয়রা জানিয়েছে, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ার কারণে বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে।


More News Of This Category
bdit.com.bd