• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

ডেস্ক রিপোর্ট / ৩ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন।

সোমবার বিকেলে এক বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানা‌য়। এর আগে প্রধান উপদেষ্টার উদ্দেশে এক শুভেচ্ছা বার্তা পাঠান নরেন্দ্র মোদি।

বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বিশেষ এ মুহূর্তে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে এ আনন্দময় উৎসব উদযাপনের সময় আমাদের জন্য এটি এক ঐক্য, কৃতজ্ঞতা ও আত্ম উপলব্ধির সুযোগ।

তিনি বলেন, রমজান মাসজুড়ে ভারতের ২০ কোটি মুসলমান বিশ্ববাসীর সঙ্গে সংযম, প্রার্থনা ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ঈদুল ফিতরের এ আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে সহমর্মিতা, উদারতা ও সংহতির মূল্যবোধকে আরও গভীরভাবে স্মরণ করিয়ে দেয়।

প্রধানমন্ত্রী মোদি বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও আনন্দের জন্য প্রার্থনা করেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।


More News Of This Category
bdit.com.bd