• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার ইঙ্গিত নাহিদের

ডেস্ক রিপোর্ট / ৪১ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার ইঙ্গিত নাহিদের
পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার ইঙ্গিত নাহিদের

পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে কাজ করা, মাঠে যাওয়া যদি বেশি জরুরি বলে মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব।

সেটি এই মাসেই হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যেহেতু দলের ঘোষণা এসেছে যে দলটি এ মাসেই হবে, কয়েকদিনের মধ্যেই সবাই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাবেন।’

‘শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। তো আমার মনে হয় না যে তাদের আর সরকারে আসার কোনো প্রয়োজন আছে, এই মুহূর্তে বরং জনগণের কাছেই এখন তাদের বেশি প্রয়োজন।’

সরকার থেকে তিনি সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত কে হবেন? -এর জবাবে তথ্য উপদেষ্টা বলেন, নতুন কেউ কিংবা বিদ্যমান উপদেষ্টাদের মধ্য থেকে কে দায়িত্বে আসবেন তা কেবিনেটে (মন্ত্রিপরিষদে) সিদ্ধান্ত হবে।


More News Of This Category
bdit.com.bd