• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে চারুকলায় শেষ হলো আনন্দ শোভাযাত্রা

ডেস্ক রিপোর্ট / ৪ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে চারুকলায় শেষ হলো আনন্দ শোভাযাত্রা
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে চারুকলায় শেষ হলো আনন্দ শোভাযাত্রা

নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ কর্তৃক বর্ণিলভাবে আয়োজিত হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রাটি শুরু হয়। এতে অংশ নিয়েছিলেন হাজারও মানুষ।

শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ঢাবি শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসেছিলেন এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে।

শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, বাংলা একাডেমি হয়ে চারুকলায় এসে শেষ হয়েছে।

এ বছরের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় প্রাধান্য পেয়েছে জুলাই অভ্যুত্থান।

শোভাযাত্রায় ছোট-বড়-মাঝারি মোট ২১টি মোটিফ ছিল। এর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ, শান্তি পায়রা ও পালকির বড় মোটিফ ছিল।

জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় তৈরি প্রতীকী মুগ্ধের পানির বোতল। ৩৬ জুলাই লেখা টাইপোগ্রাফি এবং ফ্যাসিবাদের মুখাকৃতি ছিল ৮০টি। এছাড়াও ফিলিস্তিনের পতাকার সাথে মিল রেখে রাখা হয়েছিল তরমুজ।

এছাড়া গ্রামীণ লোকজ চিত্র ও মোটিফ দেখা যায় শোভাযাত্রায়।

এবারের বর্ষবরণ শোভাযাত্রায় বাঙালিসহ মোট ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে, যা শোভাযাত্রায় বৈচিত্র্য ও ঐক্যের বার্তা বহন করবে।


More News Of This Category
bdit.com.bd