জ্ঞাত আয়বহির্ভূত প্রায় আট কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও তাঁর স্বামী তাওফিক নেওয়াজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ২৮টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।
দুদকের মহাপরিচালক বলেন, স্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ঘুষ–দুর্নীতির মাধ্যমে তাওফিক ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাওফিকের বিরুদ্ধে করা মামলায় তাঁর স্ত্রী দীপু মনিকেও আসামি করা হয়।