গত ২৬ মার্চ থেকে পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি শুরু হয়েছে। এই ছুটি পর্যায়ক্রমে ২৯ মার্চ পর্যন্ত দেওয়া হবে। অথচ এখনো অনেক কারখানায় ঈদের বোনাস পরিশোধ করেনি। দেশের সব খাতের শিল্প-কারখানা-তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ, বন্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, বেপজা, পাটকল ও অন্যান্য সংগঠনের সদস্যভুক্ত মোট ৯৬৯৫ টি কারখানা চালু রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত হিসেবে ৭২৩০ টি অর্থাৎ ৭৪ দশমিক ৫৭ শতাংশ কারখানা শ্রমিকদের ঈদের বোনাস পরিশোধ করেছে। এখনো বাকি রয়েছে ২৪৬৫ টি অর্থাৎ ২৫ দশমিক ৪৩ শতাংশ কারখানা। শিল্প পুলিশ সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে মার্চ মাসের বেতন পরিশোধ করেছে ২৪৭১ টি অর্থাৎ ২৫ দশমিক ৪৯ শতাংশ কারখানা। মার্চ মাসের বেতন পরিশোধ করেনি ৭২২৪ টি অর্থাৎ ৭৪ দশমিক ৫১ শতাংশ কারখানা। গতকাল ঈদের ছুটি হয়েছে ৬৮৬ টি অর্থাৎ ৭ দশমিক ০৮ শতাংশ কারখানা।
এদিকে সংগঠন ভিত্তিক বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজা এই সংগঠনগুলোর সদস্যভুক্ত শিল্প-কারখানার সংখ্যা রয়েছে ২৮৮৬টি। এর মধ্যে জানুয়ারি ও পূর্ববর্তী মাসের বেতন পরিশোধ করেছে ২৮৫৬ টি অর্থাৎ ৯৮ দশমিক ৯৬ শতাংশ। বকেয়া রয়েছে ৩০ টি অর্থাৎ ১ দশমিক ০৪ শতাংশ।
এছাড়া ফেব্রুয়ারি মাসের ২৮৯০ টি কারখানার মধ্যে পরিশোধ করেছে ২৭৬৮ টি অর্থাৎ ৯৫ দশমিক ৭৮ শতাংশ। বকেয়া রয়েছে ১২২ টি অর্থাৎ ৪ দশুমক ২২ শতাংশ ।
মার্চ মাসে ২৮৯০ টি কারখানার মধ্যে পরিশোধ করছে ৬০৮ টি অর্থাৎ ২১ দশমিক ০৪ শতাংশ। বকেয়া রয়েছে ২২৮২ টি অর্থাৎ ৭৮ দশমিক ৯৬ শতাংশ।
এদিকে এসব সংগঠনভুক্ত ২৮৯০ টি শিল্প-কারখানার মধ্যে ঈদের বোনাস পরিশোধ করেছে ২৩৪৯ টি অর্থাৎ ৮১ দশমিক ২৮ শতাংশ কারখানা। বকেয়া রয়েছে ৫৪১ টি অর্থাৎ ১৮ দশমিক ৭২ শতাংশ কারখানা।