ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) গত শুক্রবার ৪৭৭ জনসহ সারাদেশে মোট এক হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিশেষ এই অভিযানে বিদেশী পিস্তল একটি, ম্যাগজিন দুইটি, গুলি ২০ রাউন্ড, ছুরি ২০টি, রামদা ২টি ও হেমার ৩টি উদ্ধার করা হয়। বিশেষ এই অভিযানের বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮৭০ জন জন রয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি পতিত স্বৌরশাসক শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আ.ক.ম. মোজাম্মেলের বাড়িতে হামলার শিকার হন প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়।
খবর পেয়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত হন। সেখানে সমন্বয়ক সারজিস আলম জানান, ফ্যাসিবাদের লোকজনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে