• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক
অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক

বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সংস্কারে সহযোগিতা করছে বিশ্বব্যাংক। বর্তমান শাসন ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে সংস্থাটি বলছে, রাজনৈতিক রূপান্তরের এ সময়ে শাসনব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতি জরুরি। এর মাধ্যমে একটি ন্যায্য বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে পারে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বৃহস্পতিবার বাংলাদেশ সফর শেষ করেছেন। সফর শেষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মার্টিন রাইজার এসব কথা বলেন। দেশের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রাইজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাৎকালে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে অব্যাহত সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন।

মার্টিন রাইজার বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান এবং পরিকল্পিত বিভিন্ন সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। এ সময় বাংলাদেশের ন্যায্য ভিত্তি স্থাপনের জন্য রাজনৈতিক রূপান্তরকালে শাসনব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতিতে জোর দিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd