• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ৪৪ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসবে প্রথম পর্ব আখ্যায়িত করে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।

তিনি বলেন, প্রথম অধ্যায় আমরা যেভাবে কাটালাম- এটা একটা মস্তবড় শক্তি। প্রথম অধ্যায় শেষ করলাম,- এটা যদি ঠিক থাকে। দ্বিতীয় অধ্যায় যদি ঠিক থাকতে পারি। তৃতীয় অধ্যায়ের জন্য আর আমার কোন চিন্তা নেই। আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। এ সময়ে যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে। আমাদের ভন্ডুল করে দেয়ার চেষ্টা করেছে। তাদেরকে সবাই মিলে সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি।

শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। বৈঠক এখনো চলছে।

এদিকে সংলাপের আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।


More News Of This Category
bdit.com.bd